1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বামফ্রন্টের ডাকা ভারত বন্ধ আংশিক সফল সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ নাহিদ ইসলাম, ডায়মন্ড হারবার জেলা পুলিশের তৎপরতায় ধৃত চার কোকো গ্যাং  সাবেক এসপি আসাদুজ্জামান ২ দিনের রিমান্ডে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন- এর মাসিক সভা অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিহারের পাটনার গান্ধী ময়দান থেকে ওয়াকফ কালা আইন প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ  চাঁপাইনবাবগঞ্জে  বারবার ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত  ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,

শিক্ষার্থীদের আটক করা মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিল পুলিশ, আবারো শুরু ফসলী জমি কেটে পুকুর ভরাট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

 

 

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ দিয়েও অবৈধভাবে রাতের অন্ধকারে ফসলী জমি কাটা বন্ধ না হওয়ায় মধ্যরাতে পথরোধ করে ট্রাক্টরসহ ভূমিদস্যুদেরকে আটক করে পুলিশে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে দায়ী দুই ব্যক্তিরা আটক হলেও ঘটনার রাতেই তাদেরকে ছেড়ে দেয়া হয়। এর কয়েক ঘন্টা পরেই ১৫ হাজার করে গাড়ি প্রতি জরিমানা নিয়ে ৯টি মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিয়েছে পুলিশ। এতে আবারো শুরু হয়েছে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর ভরাটের কার্যক্রম।

জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইনস এলাকায় মাটিভর্তি ট্রাক্টর চলাচলে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ৯টি মাটিভর্তি ট্রাক্টরসহ ফসলী জমি কেটে পুকুর ভরাটের অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মাটির্ভতি ট্রাক্টরগুলো সদর পুলিশ ফাঁড়িতে রাখা হলেও ছেড়ে দেয়া হয় ভূমিদস্যু রেজাউল করিম ও আব্দুস সালামকে। পরে বুধবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গাড়িগুলো ছেড়ে দিলে সাড়ে ৯টা থেকে আবারো শুরু হয় একই কাজ।

জানা যায়, একই স্থানে গত ২৩ ডিসেম্বর ফসলী জমির টপ সয়েল বা উপরিভাগ কাটা ও পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জমিমানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। অভিযোগ রয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে ভূমিদস্যু রেজাউল করিম এসিল্যান্ডের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি নানারকম প্রতিবন্ধকতা তৈরি করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

গত প্রায় এক মাস ধরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় ফসলী জমির টপ সয়েল বা মাটি কাটছে মাটিখেকোরা। সন্ধ্যা নামলেই এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে জেলা শহরের ভূতপুকুর এলাকায় থাকা বিশাল পুকুর ভরাট করতে। ২৫-৩০ টি ট্রাক্টরে করে এসব মাটি পরিবহন করতে গিয়ে নষ্ট করছে সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডির পিচঢালা রাস্তা। এছাড়াও সড়কের উপর পড়ে থাকা মাটিতে শীত ও বৃষ্টি পড়ে তৈরি হয় কাদা। ফলে যানবাহন চলাচলেও দেখা দেয় সমস্যা। হরহামেশায় ঘটে সড়ক দূর্ঘটনা। ধুলাবালির জ্বালায় অতিষ্ঠ সড়কের পাশে থাকা বাসিন্দা ও দোকানদাররা।

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় ফসলী জমি কাটার নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম নামের এক ভূমিদস্যু। মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও রাতেই ছেড়ে দেয়। ভূমিদস্যু রেজাউল করিম জানান, গাড়ি প্রতি ১৫ হাজার করে জরিমানাসহ আটক ২ জন ও ৯টি গাড়ি ছাড়াতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেয়ার পর গাড়ি নিয়ে এসে আবারো ফসলী জমি কেটে পুকুর ভরাটের কাজ শুরু করেছি। কি করব, জরিমানার টাকা তো উঠাতে হবে?

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, মঙ্গলবার দিবাগত রাতে গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে তা সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এরপর বুধবার রাতে এসব গাড়ির রোড পারমিট না থাকার অপরাধে প্রত্যেকটি ১৫ হাজার করে ৯টি গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট