ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সন্ধ্যায় ভারতের বিহার রাজ্যের কেন্দ্রস্থল পাটনার গান্ধী ময়দান থেকে ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ এর ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এদিন মুসলিম পার্সোনাল ল বোর্ড পক্ষ ওয়াকফ সম্পত্তি বাঁচাও কর্মসূচি ঘোষণা করেন।এই বিশাল সমাবেশ থেকে অবিলম্বে ভারত থেকে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবি জানান ভারতের সাবেক বিদেশ ও আইন মন্ত্রী ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা সলমান খুরশিদ। তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দোসররা চায় ভারতের মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার ও তাদের সম্পতি ও জান মাল কেড়ে নিতে। কিন্তু ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ একদিন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই করে ভারত কে স্বাধীনতা দিয়েছিল। সেই দিন কোথায় ছিল ব্রিটিশ এর দালাল ও আর এস এস দোষর বিজেপি ও তার দোসররা। ভারত থেকে ব্রিটিশ সরকার তাড়াতে বড় ভূমিকা পালন করে তৎকালীন ভারতের মুসলিম উম্মাহর প্রথম সারির নেতারা। এবং ভারতের খিলাফত আন্দোলন ও ওহাবী আন্দোলন ও দারুল উলুম দেওবন্দ আন্দোলন এবং আলিগড় আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৎকালীন মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে মুসলিম উম্মাহর নেতা লিয়াকত আলী ও শওকত আলী ও আবুল কালাম আজাদ ও হোসেন আহমেদ মাদানী রহ সহ একাধিক মুসলিম নেতৃত্ব।মোগল আমলের করা এবং ব্রিটিশ সরকারের আমলে মুসলিম উম্মাহর জান মাল ও সম্পত্তির অধিকার কেড়ে নিতে চায় ভারতের বিজেপি সরকার।এর বিরুদ্ধে প্রতিটি ভারতের নাগরিক কে এগিয়ে আসতে হবে। এবং ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন যে অবিলম্বে ভারত থেকে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহার করতে হবে। নতুবা আগামী দিনে বৃহত্তম আন্দোলন শুরু হবে গোটা ভারতে। আজকের এই বিশাল সমাবেশে বক্তব্য রাখেন বিহার রাজ্যের সাবেক উপ মুখ্যমন্ত্রী ও আর জে ডি দলের নেতা শ্রী তেজস্বী যাদব সহ মুসলিম পার্সোনাল ল বোর্ড এর গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আজকের এই বিশাল সমাবেশে প্রায় কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন।।